সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত । 194 0
সুন্দরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত ।
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৩০) নামে এক আশা কর্মী ট্রাক চাপায় নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়নের ক্ষত্রিয়পাড়ার নুরুল ইসলামের পুত্র ও ফলগাছা আশা অফিসের কর্মী বলে জানা গেছে।
দুর্ঘটনা স্থলের উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিজানুর রহমান কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে শান্তিরামের নিজ বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক মহাসড়কের বৈদ্যনাথ নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা মাল ভর্তি ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ২২-৫১২০) ওভার টেকিং করার সময় সামনে (রাস্তায়) থাকা শিশুকে বাঁচাতে গিয়ে ওই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এটিএম গোলাম মোস্তফা সঙ্গীয় কর্মী বাহিনী নিয়ে দ্রুত দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চালক ও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসেন।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ও ট্রাকটিকে আটক করা হয়েছে।